Md Bakibillah

Tragedy

3.5  

Md Bakibillah

Tragedy

নিঃশব্দে::

নিঃশব্দে::

1 min
247



কল্লোলিনী তিলোত্তমাই শুধু নয়,

নিশুতি নিস্তব্ধতা গ্রাস করেছে

তামাম বিশ্বকে ----


মিশে যেতে পারে ,মানব অস্তিত্ব 

গহীন কবরে কিংবা শ্মশানের আগুনে 

নিঃশব্দ মৃত্যু দূতের করাল থাবা তে !!


এই সংশয়ে স্তব্ধ হয়েছে,

শহর, শহরতলী থেকে অলিগলি ।


গাছেরা সবুজ হয়েছে আরো যেন 

পাখিরা আত্মভোলা ---

প্রাণ ভরে নিলো, প্রাণবায়ু সবে 

বিষ হারালো বিষাক্ত ধরা ----।।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy