ব্যর্থ অনুভূতি
ব্যর্থ অনুভূতি
এক বসন্তের শান্ত দুপুরে দেখেছিনু তোমায়
একরাশ দমকা হাওয়া সেদিন ছুঁয়েছিল আমায়
হঠাৎ এলোমেলো হয়েছিল কাজের ব্যস্ততা
ব্যাকুল নয়ন জুড়ে কেবলই দর্শনের মুগ্ধতা।
আমার হৃদয়ের অব্যক্ত কথা তুমি কি বোঝোনি
কেন ছিল তোমার চাহনি তে নিরাসক্ত দৃষ্টি
আমার অনুভূতির ভাষা কি এতই কঠিন ছিল
যে তোমার অন্তঃকরণে পৌঁছাতে তারা ব্যর্থ হল?