STORYMIRROR

MOUSUMI BAG

Abstract Romance Others

3  

MOUSUMI BAG

Abstract Romance Others

মিলন

মিলন

1 min
201

বৃষ্টি ভেজা এক বিকেলে হয়েছিল দেখা

ছাদের পরে দাঁড়িয়ে ভিজছিলাম একা

পাশের ছাদে তুমি ও দাঁড়িয়েছিলে এসে

আমার দিকে তাকিয়ে ছিলে মুচকি হেসে

অচেনা তোমার হাসি দেখে মুগ্ধ হলেও

এক ছুটে চলে গেছিলাম লাজুক নয়নে

ছাদে গেলে তোমার সাথে রোজ‌ই হতো দেখা

সারাদিনের প্রতীক্ষা কখন আসবে বিকেল বেলা

কিন্তু যেদিন ছাদে গিয়ে পাইনি তোমায় দেখতে

মনে জমেছিল একরাশ অভিমানের পাহাড়

অচেনা তুমি কবে হয়ে উঠেছিলে এত আপন

তোমার কথা স্মরণ হলেই অশ্রুসিক্ত হত মন

তারপর এলো এক বসন্ত পূর্ণিমার রাত

জোছনার আলোয় ঝলমল পথঘাট

জানালায় দাঁড়িয়ে চেয়েছিলেম আকাশের পানে

হঠাৎ শুনি কার পদধ্বনি আমার বসত ঘরে

তুমি এসেছিলে নিয়ে একমুঠো লাল আবির

ভরিয়ে দিলে দুহাতের স্পর্শে আমার দুই গালে

অভিমানে,আনন্দে আমার দুনয়নে আনন্দাশ্রু

মুছিয়ে সেই অশ্রু তুমি নিয়েছিলে কাছে টেনে

সাক্ষী ছিল চাঁদনী রাত আমাদের প্রথম পরশের

ভালোবাসায় প্রতীক্ষিত দুই হৃদয়ের মিলনের।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract