STORYMIRROR

Apurba Kr Chakrabarty

Crime Inspirational Others

3  

Apurba Kr Chakrabarty

Crime Inspirational Others

ড্রাগনের নজর

ড্রাগনের নজর

1 min
154

ড্রাগনের আগুন, তেজ শতগুন

ক্ষুদে দ্বীপ নজর! করুক দখল

 টু রব মোরা করব না ।

ওদের বুলি, চোখে পরে ঠুলি,

অখণ্ড মান্যতা ছাড়ব না।

ভেবো না আদর, করবে কদর,

দিয়েছে দাদন,সেদিন যখন, ভরবে নাদন 

করবে হানা,লুটবে দানা, যতই করো না ভজনা

 ক্ষুদেদেশ কাঙ্গাল , হবে যে আকাল,

বুঝবে সেদিন যাতনা। 

স্বদেশী স্বদেশ দুঃস্বপ্ন ছবি, লিখছে এ কবি 

স্বাধীন রবি, ডুববে সাগরে, উঠবে কবে জানি না।

ক্ষুদে দেশ হওয়ার বাসনা যাদের,

 দেখে কী কিছুই শিখবে না!

মাতাল নেতা ,রঙিন নেশা 

 বেচে দিয়ে দেশ লুটের টাকায়

সুখের স্বপ্ন বিছিয়ে ঘুমায় 

নেই কোন জ্বালা যাতনা।

কোটি কোটি ডলার গচ্ছিত রেখে

বিশ্বকে ওরা আপন করেছে 

দেশের মানুষ তো মাগনা 



Rate this content
Log in

Similar bengali poem from Crime