STORYMIRROR

Reshma Majumder

Abstract Crime

3  

Reshma Majumder

Abstract Crime

অস্বচ্ছ

অস্বচ্ছ

1 min
31K


এত গগনচুম্বী ইমারতের মাঝে

একলা পানাপুকুর মুখ বুজে কাঁদে

কোনো কালে ছিল সে এক রূপবতী নারী

আজ সময়ের অভিশাপে শুধুই ফোঁকলা বুড়ী

ময়লা আর আগাছায় শরীর তার মলিন

ধূলো বালির অত্যাচারে শ্বাস নেওয়াও কঠিন

মৃত্যুবাণের অপেক্ষায় দিন গুনে কাটায়


কবে যেন ওরা এসে কবর দিয়ে যায়

চারিদিকে রয়েছে অতন্দ্র কালো প্রহরী

কোথায় যেন হারিয়েছে সবুজের সারি

হেঃ জীবশ্রেষ্ঠ !

এখনো আছে সময় যদি মুখ তুলে চাও

ধ্বংসলীলায় রাশ টেনে নিজেকে পাল্টাও

নাহয় কোরোনা জীবন দান অন্য কাউকে

পারলে রক্ষা করে দেখাও নিজেকে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract