খাঁচা
খাঁচা


মনে করো আমি এক খাঁচাবন্দি টিয়া
শেকলে বাঁধা পরে উড়তে ভুলেছি
আমার ছটফটানি দেখে হাসতে ভোলেনি কেউ
কিন্তু শুকনো অশ্রুধারার ভারে আমি হয়েছি ক্লান্ত
ভুলে গিয়েছি আনন্দ কাকে বলে
খুশির আবহে খেলাধুলা কি যে ছিল
এখন তো সবই অন্ধকারে মোড়া
লুকোচুরির আর অবকাশ নেই কোনো
আকাশের সাথে যোগাযোগ কবেই হয়েছে ছিন্ন
এখন তো শুধু স্মৃতির সরণি বেয়ে যাতায়াত করি
মুক্তির অপেক্ষায় দিন গোনা ছাড়া
আমার যে আর দ্বিতীয় কাজ নেই কোনো।