যাত্রা
যাত্রা


চলেছি হেঁটে হনহনিয়ে
রাস্তা ধরে কোন সুদূরে
দেশ হতে এক দেশান্তরে।
জানি না কিছুই যাচ্ছি কোথা
পেরিয়ে সকল পথের বাঁধা,
জানি শুধুই যাচ্ছি সেথা
কেউ আজও যায় নি যেথা।
যাত্রাপথ এখনো বাকি,
যেতে হবে অনেকটা পথ -
উদ্যমী আমি আত্মবিশ্বাসী
পার করব সকল পথ।
তবু এ যাত্রা হবে না শেষ,
থামবো না কভু আমি আর -
থামবে না আমার চলার রেশ।