STORYMIRROR

Pradipta Gure

Crime Drama

4.6  

Pradipta Gure

Crime Drama

সত্যিকারের দাবি

সত্যিকারের দাবি

1 min
4.3K


যুদ্ধ টা রাস্তার ওপারে হচ্ছিল,
তাই পাঠিয়েছিলাম একরাশ মোহর,
ওরা বুঝলো না, অঙ্ক কষলো না দিস্তা খাতা জুড়ে,
ফিরিয়ে দিল মোহর, আর সাথে একরাশ অভিমানের ঘর করার ঠিকানা !

চোখ খুলেছি আমি, ভুল বুঝেছি আমি,
ফিরিয়ে নিলাম মোহর ভরা থলি,
পাঠিয়ে দিলাম, হাজার হাজার ভালোবাসার চাবিকাঠি ।
তবুও কেন ফিরে এলো? শুরু করলো আড়ি!
সত্যি বাবা! বুঝিনে এদের জারিজুরি,
ন্যাকামি যত! আর কি বা দিতে পারি?
ওপার থেকে দৌড়ে আসে, শেষ পথিকের দাবি,
"খাবার দিবি মা?"

শেষমেষ...
যেদিন তোরা বুঝবি আবার, শেষ জগতের দাবি,
ডাকিস আবার গর্ব করে, বাঁচাস তোদের পৃথ্বী।


Rate this content
Log in

Similar bengali poem from Crime