একটা বারান্দা খোলা ছিল,
চিঠিগুলো তোলা ছিল, স্বপ্নের শেষরাতের মতন করে,
গুছিয়ে গুছিয়ে একরত্তি দস্যি খুঁজছিল, আমার মতন,
ঠিকানাটায় নাম নেই, নেই কোনো শেষ দেখার তাড়া,
আসুক তবে বৃষ্টি ফোঁটার শেষে,
তীব্র শীতে হোক না এবার, মন খারাপের পালা!
নাই বা এলো হৃদ ভাঙনের জ্বালা,
নাই বা এলো চোখের জলের দাবি,
সবাই থাকুক চুপটি করে, হিসেব নিকেষ করে,
বলিস না আর, "কেমন আছিস তুই" !