ফিলিস্তিন: "রক্তে রাঙানো পবিত্র ভূমি"
ফিলিস্তিন: "রক্তে রাঙানো পবিত্র ভূমি"
ফিলিস্তিন: "রক্তে রাঙানো পবিত্র ভূমি"
লেখনীতে: কারিমা রিনথী
এখানে আযান শুনতে পাই না আর,
শুধু গুলির শব্দই শুনি।
মনে পড়ে, আমাদের জমিন ছিল শান্ত,
যেখানে হাসি ছিল সঙ্গী,
এখন তা শুধুই রক্তে রাঙানো,
"পবিত্র ভূমি"।
মায়েরা চুপ, চোখে জমে জল,
শিশুরা কাঁদে—নেই কোনো বল।
প্রার্থনার সুরে ভিজে বাতাস,
শান্তি নয়, নামে কেবল দীর্ঘশ্বাস।
আলো নয়, অন্ধকার ঘিরে রয়,
রক্তমাখা ভোরে বুক কাঁপে ঘরে ঘরে।
বছর পর বছর পেরোলো,
সহ্য করার সীমাও গেল,
এখন আমাদের শ্বাস নেয়া কঠিন!
অথচ, তুমি কি জানো—
তোমাদের গুলি শুধু চলছে না,
আমাদের বুকের ভিতর টানছে শুধু শোকের আঁচড়।
এখানে মানুষ মরছে শুধু নির্বিচারে,
তোমাদের বুলেটের নিচে, আমাদের জীবন চুরমার।
তবে জানো—
হারিনি আমরা, আমরা আবার উঠব!
আবার শোণিত রক্তে সিক্ত হবে না আমাদের "পবিত্র ভূমি",
আমরা তার সম্মান ফিরিয়ে আনব।
