অপ্রাপ্তির প্রেম
অপ্রাপ্তির প্রেম
"অপ্রাপ্তির প্রেম"
লেখনীতে: কারিমা রিনথী
তুমি ছিলে আমার কিশোর বয়সের গান,
কাঁপা হাতে লেখা প্রথম চিঠির মতো প্রাণ।
তুমি ছিলে রোদ্দুর ভেজা বিকেলের স্বপ্ন,
যেখানে প্রেম ছিলো নীরব—নির্বাক এক তপ্ত।
চোখে চোখ রেখে বলিনি কিছুই,
তবুও হৃদয় জানতো—তুমি ছিলে ‘সেই’অধরা কেউই।
আজ তুমি অন্য কারো গল্পে নায়িকা,
আমি শুধু পেছনে পড়ে থাকা এক ছায়া-পত্রিকা।
তবুও প্রতিদিন, প্রতিক্ষণে—
তোমার ভালোবাসায় পুড়ি নির্জনে।
তুমি জানো না, জানার দরকারও নেই,
তবু হৃদয় বলে, "সে তো আমারই ছিল একদিন, কিশোর বয়সের'ই অপ্রাপ্তির প্রেম!"

