চা
চা
"চা"
লেখনীতে: কারিমা রিনথী
সকালের প্রথম আলোয় যেইটা চাই,
এক কাপ চা—তাতেই স্বপ্ন সাজাই!
ভাপ ওঠা কাপে সাজে সোনালি গল্প,
চুমুকে চুমুকে হারাই মন অল্প-স্বল্প।
চায়ের কাপে যখন ধোঁয়ার নাচন,
জীবনের ক্লান্তি পায় মুক্তি তখন!
কখনো একা, কখনো সঙ্গী করে কেউ,
চা যেন প্রতিটা বিকেলি আড্ডার ঢেউ।
পাতার গন্ধে লুকানো স্মৃতি,
মায়াবী কথা, না বলা অনেক কবিতি।
চা আর আমি—প্রাচীন এক প্রেম,
যার শুরু আছে, নেই কোনো সীমা খেম।
লিকার বা দুধ, আদা বা দারচিনি,
প্রতিটি স্বাদে খুঁজে পাই আত্মীয়তাবন্ধিনী।
চায়ের আড্ডায় বুনে যাই গান,
জীবনের ক্যানভাসে চা'ই তো প্রাণ।
ওহে চা, তুমি কেবল পানীয় নও,
তুমি তো অনুভব, তুমি আমার রেওয়াজ ছোঁও। আন্তর্জাতিক চা দিবসে তোমায় দিলাম সালাম,
চায়ের কাপে ভেসে যাক প্রেমেরই নাম।
