STORYMIRROR

Karima Rinthy - কারিমা রিনথী

Romance

4  

Karima Rinthy - কারিমা রিনথী

Romance

রঙে, ঘ্রাণে, দৃষ্টিতে সেই পুরুষ

রঙে, ঘ্রাণে, দৃষ্টিতে সেই পুরুষ

1 min
7

"রঙে, ঘ্রাণে, দৃষ্টিতে সেই পুরুষ"
লেখনীতে: কারিমা রিনথী 


তার গায়ে যেন শ্যামলা রঙের বাহুলী,
নরম মসৃণ, তাতে লুকানো শক্তির প্রতিচ্ছবি।
চোখে একটি তীক্ষ্ণ চাহনি, গভীরতা কেমন যেন,
যেন সৃষ্টির মূলে পৌঁছানোর রহস্য খুঁজে পায়।

তার শরীরের প্রতিটি রেখা যেন পুরুষালি দৃঢ়তা,
বিপরীত শক্তির মাঝে এক শাসক, এক মিথ।
গালের আভায় বাজে পুরুষালি সুর,
যা শাসন করে মন, দৃষ্টিতে সৃষ্টি হয় ভুলের গুরু।

তার গাঢ় ঘ্রাণে মিশে আছে তাজা মাটির গন্ধ,
যেখানে প্রাকৃতিক শক্তি আর লুকানো আবেগের সম্মিলন।
তার রূপের একাকী নীরব চরণ,
যেন মাধুর্য আর তীক্ষ্ণতা জড়িত এক পংক্তি।

তার গায়ের শক্তিতে জন্ম নেয় শূন্যতা,
যেন তার রঙে মিশে থাকে সোনালী রশ্মি।
চোখে এক প্রাচীন অগ্নি,
যা ভেঙে দেয় সমস্ত প্রতিবন্ধকতা, মুছে ফেলে ভয়।"

সে যখন চলে, বাতাসে ঘুরে আসে তার গন্ধ,
যেন হৃদয়ের গহীনে গুঞ্জরিত হয় কোনো শব্দ।
এটা কেবল শরীর নয়, মনও তার পরিসীমায়,
একটিই চাহনি, আর সব কিছু হয়ে যায় জয়।




Rate this content
Log in

Similar bengali poem from Romance