শ্রমের গান
শ্রমের গান
"শ্রমের গান"
লেখনীতে: কারিমা রিনথী
নারী কিংবা পুরুষ নয়—
শ্রমিক নামেই পরিচয়।
একই রক্ত, একই প্রাণ,
ঘামে গাঁথা জীবনের গান।
রোদে পুড়ে, ঘামে ভিজে—
চলে জীবন বাঁধন ছিঁড়ে।
হাতে কোদাল, কাঁধে ভার—
তবু মুখে জয়োৎসার।
হাতে হাত, কাঁধে কাঁধ—
রোদে পোড়া ক্লান্তি সাঁধ।
সকাল থেকে সন্ধ্যা অবধি—
ঘামে লেখা সুখ।
শিশু কোলে, চোখে ঘুম—
তবু চলে কাজের ধুম।
নেই অবসর, নেই অবকাশ,
ভাতের আশায় অটল বিশ্বাস।
তাদের ঘামে উঠে শহর,
গড়ে সেতু, রচে পথঘর।
চোখে জল আর বুকে বল,
তবু তারা ভাঙে না চল।
তাদের শক্তিতে দাঁড়িয়ে এ-শহর
পাথরে লেখা ইতিহাসের ডোর।
প্রতিটি পাথর, প্রতিটি ইট,
তাদের ঘামেই গড়া যেন সোনালী অতীত।
তবুও নাম নেই তাদের পাতায় পাতায়—
অথচ তারাই পথ দেখায়।
শ্রমই ধর্ম, শ্রমই গান—
শ্রমজীবীদের প্রতি শত সম্মান।
