STORYMIRROR

Karima Rinthy - কারিমা রিনথী

Others

3  

Karima Rinthy - কারিমা রিনথী

Others

"ইচ্ছে নয়, ইসলামের বিধানে চলি"

"ইচ্ছে নয়, ইসলামের বিধানে চলি"

1 min
5

"ইচ্ছে নয়, ইসলামের বিধানে চলি"
লেখনীতে: কারিমা রিনথী 
"আমার দেহ, আমার ইচ্ছা"— না, এ নয় মুসলিম বাণী,
আমার দেহ, রবের দান—চলবে তাঁরই বিধি মানি।

ইচ্ছার দোহাই দিয়ে তুমি, পর্দা ছিঁড়ো, লজ্জা হারাও,
আধুনিকতার মুখোশ পরে, পাপের পথে পা বাড়াও।

পর্দা মানে শেকল নয়! শোনো, ওটাই তো আসল ঢাল,
লজ্জা নারীর ভূষণ, ওতেই রয়েছে তার গৌরব-সঞ্জাল।

ইসলামে নারী মুক্ত, কিন্তু সুষম সীমায় বিধান গড়া,
আল্লাহ যা চায়, সেটাই পথ—নইলে আত্মা হয় ছন্নছাড়া।

তুমি কি জানো? হায়া যখন পায় লোপ, হৃদয় হয় গোঁধূলি-কালো,
রবের বিধান ভুলে চললে, সুখের পথ হয়ে ওঠে আঁধার-ছায়ালো।

নিজের ইচ্ছার খেয়ালে ভেসে, সত্যকেও বানাও মিথ্যা,
হৃদয় পোড়ে, আসমান কাঁপে—তবু তুমি থাকো নির্ভয়া।

নারীবাদ আজ এক বিষবৃক্ষ, পশ্চিম থেকে আমদানি,
নাম রাখে মুক্তির, আসলে মেশায় ঈমানে বেইমানি।

"নিজেই নিজেকে তোলো হাটের নিলামে"— তবে এই কি তোমার স্বাধীনতা?
স্বাধীনতা নয়, দাসত্ব এটা—ছলনাময় আধুনিকতা!

দেহ নয়, আত্মা মুখ্য—ইমানের দিশায় চলো,
ইচ্ছা নয়, রবের হুকুম—সেই আলোতেই জ্বলো।

ফিরে এসো ইসলামেতে, রবের বিধান মানো,
পশ্চিমের ধোঁকায় নয়, ইসলামেই জীবন গড়।


Rate this content
Log in