STORYMIRROR

Karima Rinthy - কারিমা রিনথী

Children

3  

Karima Rinthy - কারিমা রিনথী

Children

"এসএসসি পরীক্ষা"

"এসএসসি পরীক্ষা"

1 min
8

"এসএসসি পরীক্ষা"
লেখনীতে: কারিমা রিনথী 

বছর ঘুরে শুরু হবে এসএসসি পরীক্ষা,
পরিক্ষার হলে যাচাই হবে কি পেয়েছে তারা দিক্ষা!
সারা বছর করেছে যারা ভালো পড়াশোনা,
সফলতার বীজ তো তাদের হয়ে গেছে বোনা।

পরিক্ষার হলে কেউ লিখবে কেউ বা খাবে কলম,
নকল করলে পরিক্ষার গার্ড ধরে দিবে শরম!
মানসম্মান বজায় রাখতে পড়ো বেশি আরো,
প্রশ্ন পাওয়ার পর দেখবে সবই তুমি পারো।

পারলে সবই নকল করার পরবে না দরকার,
পরীক্ষকের হাতে বিরম্বনার হতে হবে না শিকার!
তোমার মাঝে রবে তখন শিক্ষার আলো,
জাতি গঠনে তখন কে হবে তোমার চেয়ে ভালো।


Rate this content
Log in

Similar bengali poem from Children