STORYMIRROR

Sagnik Mukherjee

Children

4  

Sagnik Mukherjee

Children

পাঠশালা

পাঠশালা

1 min
480

রচয়িতা

-সাগ্নিক মূখার্জী


পাঠশালা,পাঠশালা, এবার খুলুক পাঠশালা,

চাইনা আর গেটে তালা।

ফিরে আসুক সরল শৈশব,

ফিরে আসুক খুনসুটি, ফিরে আসুক মনের ভাব।।

আবার পড়ুক না বকুনি, কতদিন যে স্কুলে যাইনি!

আর রে ঘরে থাকতে পারিনি।।

নাই বন্ধু, নাই সখা,

মনের অন্তর একবারে খাঁ -খাঁ।

অঙ্ক, ইংরেজি, রসায়নবিদ্যা,

পড়ে কি হবে, যখন নেই মানসিক বিদ্যা?

অবশ্য এইগুলিতে হতেই হবে অনলাইন টপার,

বলি, আপনাদের মন কি তৈরি কাঁটার?

যন্ত্রনায় মরছি আমরা এই দু-বছরে,

ইশ্বর কি শুনছো না

আমরা আছি আর্তনাদে,কাতরে?

মৃত্যু হোক এই প্রাণঘাতী দুষ্টুর

আমাদেরকে হতে হবে একভাবে নিষ্ঠুর।।

পাঠশালা, পাঠশালা খুলবে আবার পাঠশালা,

শিঘ্রই ভাঙবে তার গেটে তালা।।


Rate this content
Log in

Similar bengali poem from Children