ময়ূরপঙ্খী নাচে
ময়ূরপঙ্খী নাচে

1 min

492
বৃষ্টি হচ্ছে না –
তবু, নাচ্ছে ময়ূরপঙ্খী|
কি দারুণ দৃশ্য, আহা!
ঝাঁকে-ঝাঁকে,
রংবেরঙ্গি ফুল;
দুলছে সর্বত্র –
নাকি চোখের ভুল?
একরাশ আনন্দরস,
আশা ভালোবাসা,
চিত্রবিচিত্র বেলুন,
আলো ঝলমলে,
টক-ঝাল ঝালমুড়ি,
কাঁচা-পাকা কবিতা,
আরও কতকি!
বিরল এই আনন্দ,
জানি ক্ষনিকের;
তবু তো ময়ূর নাচে;
তবু তো ঝলমলে,
তবু তো গমগমে,
ঝকঝকে, রিনিঝিনি,
তাই দিয়ে ছিনিমিনি!
ঝমঝম সাজে –
ঝনঝন করে বাজে!
তাই বৃষ্টি হোক,
আর নাই হোক –
ময়ূরপঙ্খী নাচে!