STORYMIRROR

Gopa Ghosh

Classics Fantasy

5  

Gopa Ghosh

Classics Fantasy

সবুজ প্রকৃতি

সবুজ প্রকৃতি

1 min
605

সবুজে ভরা আমার চারিধার,

গোলাপ, শিমুল, হাসনুহানা,

চম্পা, চামেলীর সুগন্ধে সুভাসিত,

প্রজাপতি রঙিন পাখায় দল বেঁধে, উড়ে বেড়ায় আমার ছোট্ট

বাগানে, সন্ধ্যার আকাশে দেখি

শঙ্খচিল, আকাশের চাঁদ যেনো কথা বলে অগুনতি তারার সাথে, এক অপরূপ স্নিগ্ধতা পাই,

পাই প্রকৃতির মাঝে মনের শান্তি,

ভগবানের উদার দান প্রকৃতির তরে, যেনো সৌন্দর্য্যের ডালি 

উপচে পড়ে,

কখনো অস্তমিত সূর্যের লাল আভায়, দেখি আমার শেষ

জীবনের প্রতিচ্ছবি, আবার

সূর্যোদয় আনে নুতন উদ্যম

আবার একটি সোনালী 

আলোয় মোড়া দিন বিধাতার

উপহার, তাই তো প্রকৃতির মাঝে

খুঁজে নিই শান্তির পারাবার

আমি বার বার।



Rate this content
Log in

Similar bengali poem from Classics