STORYMIRROR

Gopa Ghosh

Others

3  

Gopa Ghosh

Others

বিচার চাই

বিচার চাই

1 min
197


ক্ষত বিক্ষত দেহটা এখন

আর নেই, 

তার দেহ থেকে চুইয়ে পড়া

রক্তটা পুড়ে ছাই,

তবু মানুষের মনের আঘাত

থেকে গল গল করে বেরিয়ে

আসছে টাটকা রক্ত।

সে ক্ষত কোনোদিন নিরাময়

হবে না জানি

তবু অপরাধীর শাস্তি,

কিছুটা মলম হয়ত হবে।

আমরা বিচার চাই

আমাদের তিলোত্তমার,

আমরা অপেক্ষায়,

অপরাধী কঠিন থেকে

কঠিনতর শাস্তি যেন পায়।


Rate this content
Log in