স্বপ্ন তুমি
স্বপ্ন তুমি

1 min

276
স্বপ্ন তুমি সারাজীবনথেকো আমার বুকে,
রাতের বেলা ধরা দিও
রঙ্গিন হয়ে চোখে।
না পারা সব ইচ্ছেগুলো
ভরবো তোমায় দিয়ে,
রামধনু রং এঁকে দিও
আমার আশার তুলি নিয়ে।
দিনের শেষে বুকে জমা
আছে যত ব্যথার পাহাড়,
স্বপ্ন তোমার পাখায় চড়ে
করবো পারাপার।
রাতে তুমি থেকো আমার
দুটি চোখ ভরে,
কথা দিলাম সকাল হলেই
দেবো তোমায় ছেড়ে।
তখন আমি আসবো নেমে
এই কঠিন বাস্তবেতে,
না পাওয়ার কষ্ট ভরা
এই বিরাট পৃথিবীতে।