STORYMIRROR

Sagnik Mukherjee

Classics Children

5.0  

Sagnik Mukherjee

Classics Children

রবি প্রণাম

রবি প্রণাম

1 min
600


আজ ২৫শে বৈশাখ, আনন্দে পরিপূর্ণ বাঙালির হৃদয়,

১৬১ বছর আগে

বাংলার বুকে হয়েছিল,এক নতুন সূর্যের উদয়।।

রুচি ছিল না গণ্ডিবদ্ধ পাঠশালায়,

আগ্রহ ছিল গল্প রচনায়, কবিতায়।।

আট বছর বয়সে রচনা করেন 'অভিলাষা',

এই রবি ছিল বাঙালির নতুন আশা।

গীতাঞ্জলি ভাষান্তরিত করে

জিতে নিলেন নোবেল পুরস্কার

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।।

ব্রিটিশরাজ কে করলেন তিরস্কার

বাইশে শ্রাবণ হয় এই রত্নের পতন

কিন্তু থাকবেন ইনি বেঁচে আমাদের মনে আজীবন।।

আজ ২৫ শে বৈশাখ উৎফুল্ল বাঙালির মন,

এসো মনে করি সেই নক্ষত্রকে

যার জন্য আমাদের এই উদয়ন।


Rate this content
Log in

Similar bengali poem from Classics