ঠাম্মা
ঠাম্মা


আর দেখা হলোনা, ঠাম্মা,
তবে আমার তোমাকে মনে আছে…
তোমার লম্বা চুল - আটপৌরে শাড়ী - আর আঁচলে চাবি।
সব মনে রাখবো, ঠাম্মা।
তুমি না জিজ্ঞেস করেছিলে - মনে থাকবে কিনা?
বলছি শোনো - আজীবন থাকবে।
আর দেখা হলোনা, ঠাম্মা,
তবে আমার তোমাকে মনে আছে…
তোমার লম্বা চুল - আটপৌরে শাড়ী - আর আঁচলে চাবি।
সব মনে রাখবো, ঠাম্মা।
তুমি না জিজ্ঞেস করেছিলে - মনে থাকবে কিনা?
বলছি শোনো - আজীবন থাকবে।