সৈনিক
সৈনিক


মার কাছে গল্প শুনি,
স্কুলে দিদিমনি বলে,
বাড়িতে দাদা ছবি আঁকে,
সব ই তোমার উদ্দেশে - সৈনিক।
তোমরা আমাদের গর্বের কারণ,
সুরক্ষিত থাকার কারণ,
ভালো থাকার, নিশ্চিন্ত থাকার কারণ,
ভালো থেকো তোমরাও - এই চাই মা দুর্গার কাছে।
মার কাছে গল্প শুনি,
স্কুলে দিদিমনি বলে,
বাড়িতে দাদা ছবি আঁকে,
সব ই তোমার উদ্দেশে - সৈনিক।
তোমরা আমাদের গর্বের কারণ,
সুরক্ষিত থাকার কারণ,
ভালো থাকার, নিশ্চিন্ত থাকার কারণ,
ভালো থেকো তোমরাও - এই চাই মা দুর্গার কাছে।