বৃষ্টি নুপুর
বৃষ্টি নুপুর
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
মেঘলা আকাশ বেলা।
ঘুম ভাঙানি ছড়ার পরেও
ঘুম ঘুম সেই খেলা।।
আলসে বালিশ সঙ্গে করে
ঘুম জড়ানো চোখে,
রাতটা কেন যায় চলে হায়
ফেলে সকাল বেলার মুখে?
টাপুর টুপুর ছন্দে ছন্দে
নাচছে চোখের পাতা,
মন রিনঝিন, পুলকিত দিন
ঝরে শত শত কথা।

