আমার জন্য তুমি
আমার জন্য তুমি
কাছে নেই পাশে আছো
মনে মনে ভেবে গেছো
হয়তো বেসেছো ভালো
মুখে বলোনি
মনের মাঝে যেথা লুকিয়েছো
সব কথা খুঁজেও কেন যে আমি
খুঁজে পাইনি।
তোমার মনের দ্বন্দে
নাকি আমার ভালো মন্দে
দিয়েছো এ পথ বেছে?
আমিও ভাবিনি কিছু,তাকায়নি আর পিছু
হেঁটেছি তোমার দেখানো পথে
হয়তো পাগল বিলাপ করে চলেছি
নিজের অজান্তে ভালোবেসে চলেছি।
তুমিতো তোমার মতো সাজাও কল্পনা যত
আমিতো শুধুই আবেগি।
আবেগের ফুল দিয়ে গেঁথেছি যে এমালা
সময় করিয়া তুমি গলে দিয়ে দেখো
আমার অনুভুতি গুলো অনুভব করে নিও,,,,,,,

