বিদায় বেলায়
বিদায় বেলায়
হয়তো কোনো বিকেল বেলায়
তোমায় নিয়ে শুন্য ভেলায়, ফিরবো নদীর পাড়ে।
সূর্য তখন বসবে পাটে, অবসর নিয়ে সান্ধ্য হাটে
আকাশ খানি রঙিন করে মধুর ভালোবাসায়।
নামবে তুমি নদীর জলে পা ভিজিয়ে নুপুরের তালে
মুখে হাসির রেখা।
নতুন করে দেখবো তোমায় নাহয় আবার
নতুন খেলায়, নতুন ভালোবাসায়।
কাজল কালো চোখটি যখন চঞ্চল হাওয়ার তালে তালে
মাতবে নতুন খেলায়,
আমি তখন দুরের থেকে গায়ে মৃদু বাতাস মেখে থাকবো চেয়ে হাসি মুখে ঘোর লাগানো নেশায়।
ঐ যে তোমার শাড়ির আঁচল উড়বে যখন দখিনা হাওয়ার তালে,
অবাক হয়ে আবারো থাকব চেয়ে আমি অধীর এবং নিথর হয়ে।
চাইবে তুমি পিছন ফিরে ধরবে আঁচল খানি,
নদীর থেকে মাটির ঘড়ায় তুলবে জল ভরি।
কলশি খানি কাঁখে তুলে, শাড়ির আঁচল ধরে নিয়ে
বিদায় বেলায় আবার তাকাবে তুমি,মুখে বিদায়ের হাসি দিয়ে।
আকাশ খানি যখন আবার রঙটি ছেড়ে যাবে অন্ধকারের ছাঁটে
পা বাড়াবে তুমি ঘরের দিকেে মেঠো পথে হেঁটে।।
