ভালোবাসা কারে কয়?
ভালোবাসা কারে কয়?
ভালোবেসে ছিলে তুমি,
হ্যাঁ তাইতো আজ হাত ছেড়ে চলে গেছো।
কথা তো তুমি রেখেছো
তাই আজ তাকে নিয়ে খুশি আছো।
হ্যাঁ এটাই তো সত্যি কারের ভালোবাসা।
তুমি রেখেছো তোমার কথা
তাইতো আজ আমি খুব খুশি আছি,
হ্যাঁ মানছি যে আমার চোখ অঝোর ধারায় ঝরছে,
তবুও তো খুশি আছি।
হ্যাঁ এটাই ভালোবাসা, কথা দিয়ে কথা না রাখা।
হ্যাঁ এটাই ভালোবাসা,
হাজার স্বপ্ন দেখিয়ে সেগুলো ভেঙে চুরমার করে দেওয়া।
হ্যাঁ এটাই ভালবাসা,
হাত ধরে ভরসা দিয়ে মাঝপথে একা ছেড়ে চলে যাওয়া।
হ্যাঁ এটাই ভালোবাসা। হ্যাঁ, হ্যাঁ এটাই ভালোবাসা।।

