STORYMIRROR

Pranati Mahato

Abstract Romance Others

4  

Pranati Mahato

Abstract Romance Others

ঝরেপড়া কূঁড়ি 🍂🍁

ঝরেপড়া কূঁড়ি 🍂🍁

1 min
346

আজ সেইদিন, যেদিন রংধনু উঠেছিল আকাশে, আর তুমি ছিলে আমার পাশে।

আজ সেইদিন যেদিন তুমি সবকিছু ছাড়াতে চেয়েছিলে আমার জন্য।

আজ সেইদিন, যেদিন তোমার ছোঁয়ায় রঙিন হয়েছিল আমার ফ্যাকাসে দুনিয়া।

আজ সেইদিন, যেদিন শুরু হয়েছিল তোমার হাত ধরে আমার নতুন পথ চলা।

আজ আবার এসেছে সেইদিন। কিন্তু, আজ তুমি তো তোমার তুমিটার পাশে নেই।

আজ আমি একা হাঁটি, আজ আবার আমার দুনিয়া ফ্যাকাসে।

আজ বৃষ্টির পর আবার উঠেছে রংধনু। আকাশে উড়ছে পাখিরা, ফুল সেরকমই ফুটে চলেছে।

শুধু ঝরেগেছে আমার মন বাগিচার কুঁড়ি গুলো।

কিন্তু ভেবনা প্রিয় আমি তোমায় ভুলে যাব, তুমি রুক্মিনিরে নিয়ে সুখে থাকো। 

আমি রাধা হয়ে তোমার নাম জপে যাব।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract