সবুজ ভালোবাসি 🌿🌿
সবুজ ভালোবাসি 🌿🌿
চলো আজ এই আকাশে উড়ি,
আমরা তো নবীন প্রানের ঘুঁড়ি।
চলো আজ আকাশ চষে ফেলি,
আমরা তো সবুজ মাঠে খেলি।
আমাদের নবীন তাজা প্রান
আমাদের মনটা যে আনচান।
আমরা শিশু, আমরা শ্বাশত,
আমরা যে থাকিনা সংযত।
চলো আজ সবুজ জগৎ গড়ি
আরও একবার সবুজের প্রেমে পড়ি।
আমরা যে সবুজ ভালোবাসি,
তাই তো বারেবার সবুজেই ফিরে আসি।
আমরা শিশু আমরা নবীন
চলো সবায়কে দি ডাক।
আজকে নতুন দিনের শুরু
নাহয় সবুজ দিয়েই থাক।

