শরতের প্রেম পত্র
শরতের প্রেম পত্র
আজ দখিন হাওয়ার মাতাল বাতাস লাগালো দোলা মনে।
ইচ্ছে হলো তোমার নামে চিঠিদিই রঙিন খামে।
আজ কাশ ফুলেরা দোলায় মাথা হাওয়ার তালে তালে।
নীল আকাশে মেঘগুলো সব ভাসে আপন ভোলে।
আজ বাতাস যেন সুর পেয়েছে দিঘীর পাড়ে এসে
শিউলি ফুলের গন্ধ মেখে ঘুরছে ভেসে ভেসে।
কাগজ কলম হাতে নিয়ে বসেছি তাকিয়ে দিঘীর পানে
লিখবো সকল মনের কথা যা আছে সব গোপনে।
জানাবো আজ তোমায় আমি কতো ভালোবাসি
কেমন মায়ায় ফেলেছে আমায় তোমার ওই মিষ্টিহাসি।
আজ জানবে তুমি মনের কথা বলবো তোমায় সব।
উত্তর দিয়ো তুমি প্রিয় করোনা আর ছল।
শরতের এই মিঠে রোদে দিলাম তোমায় চিঠি
মনদিয়ে সব পড়বে গো প্রিয়, যত্নে রেখো ওটি।

