ছন্দহীন 🎀
ছন্দহীন 🎀
শিল্পীর হাতের ছোঁয়া পেয়ে যেমন
রং তুলি আর কাগজ হয়ে ওঠে অসামান্য চিত্র।
সামান্য মাটিটাও পরিনত হয়
সুন্দর প্রতিমাতে।
তেমনি তোমার একটা কথা,
তোমার গলার স্বর,
আমার মনে জমে থাকা শব্দের ভীড়কে
একত্রিত করে বাঁধে কবিতার ছন্দে।
আজ তুমি একটু দুরে,
সামান্য একটু চোখের আড়ালে,
তাতেয় সব কিছু কেমন এলোমেলো।
কেমন করে জানিনা হঠাৎ
হারিয়ে গেলো ছন্দ গুলো।

