রূপসাগর 💗💗
রূপসাগর 💗💗
রূপসাগরের কূলে হঠাৎ বাঁধছে কেও ঘর।
না জানা সব কারন দিয়েই হচ্ছে আবার পর।
হাওয়ার ঝোঁকে মাতাল আজ মন তরির পাল খানি
মনের মাঝে গোপন করা প্রেম মুক্তার মনি।
হৃদয় থেকে হৃদয় পানে ছুটছে কথার দল
প্রেম নদীতে জলের শ্রোতে বাড়ছে কোলাহল।
প্রেম বিনিময় হবে সেদিন বুঝবে যেদিন মন
থেকেও আবার না থাকা সব শব্দ চিরন্তন।

