STORYMIRROR

Moumita Dutta Gupta

Abstract

4  

Moumita Dutta Gupta

Abstract

অভিমান

অভিমান

1 min
832

আমার চিত্ত যেথা ঝুঁকতে করে মানা

সেখানেই শির নত বার বার,

অশ্রু যেথা আমার মূল্যহিন

সেথায় তা ঝরে প্রতিবার।

যেখানে আমার শরীর মুক্ত

সেখানেই হৃদয় যে হয় বদ্ধ,

উত্তরকাল দেখিতে পাই না আমি আর

অতীত কে মুছতে চাই আমি প্রতিবার।

ডানা মেলে চাই আমি উড়তে

পিছনে সবকিছু ফেলে ছুটতে,

লক্ষ্য নাই বা হল আমার চেনা।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract