ইতি বন্ধু
ইতি বন্ধু


ছবি তো কেবলি মুহূর্ত তোলে
থামায় না সে সময়ের ধারা,
যেই সময়কে ফেলেছি পিছে
তার স্মৃতি আজও দেয় হানা।
তোর সাথে কাটানো খারাপ স্মৃতির ছাই
আজ হয়ত ম্লান করেছে বন্ধন
কিন্তু তা আজও ছিঁড়তে পারেনি সেই বাঁধন।
মন তাই আজও ঘুড়ির মত স্মৃতির আকাশে ওড়ে
কেবল আজ মস্তিষ্ক তাহার পিছন ধরে,
বারবার বোঝায় সেদিন সম্পর্ক মেটেনি আমার ভুলে,
সময়ের সাথে ধরা দে নবপ্রেমজালে,
মন মানেনি আজও সেই কথা
তাই তো এই ছবির সাথে আমার পথ চলা।