STORYMIRROR

Abhijit Halder

Fantasy Inspirational

5  

Abhijit Halder

Fantasy Inspirational

প্রেম ও ভালোবাসা

প্রেম ও ভালোবাসা

1 min
557

আমি এক সামান্য প্রেমিক

এই পৃথিবীর মস্ত বড়ো প্রেমিকাদের কাছে ,

তাঁদের হৃদয়ে আমার কোনো জায়গা নেই

তাইতো লিখছি ইউক্রেনের সৈনিক হয়ে।


প্রতিটি রাত জেগে সাঁড়াশি অভিযান চালিয়ে

তাঁরা হয়েছে ক্লান্ত

তাঁদের ঘুমাবার প্রয়োজন হয় এবার ,

শহরের ব্যস্ত রাজপথে নামে জড়তার জলিল 

আর শুকনো ফুলের মহড়া



আমি ভালোবাসি কোনো এক কল্পনার নারীকে

যে হবে অপ্সরা সকল দেশের একমাত্র সুন্দরী

সে হবে শুধুই আমার।



দুহাতে হাত রেখে চলবো কত অজানা পথ

তুমি ভালোবাসবে আমায়

বলো ভালোবাসবে , ভালোবাসবে তো ?



তোমার নরম কথার সুরে

সুরেলা পাখিরা হবে বিভ্রান্ত ;

তারপর নামবে রাত্রি 

নক্ষত্রের বুকে

আমি ও তুমি চলো যাবো প্রেমের দুনিয়ায়।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy