ভাবনা
ভাবনা
1 min
433
বসন্ত আসে নিজ সময়
আবার কখন চলে যায়
যত ফুল ফুটেছিল
আবার ঝরে যায়
সূর্য ডুবে যায়
হয় কখন যেনো বিকাল
কিন্তু কিছু কিছু ভাবনা
থেকে যাবে চিরকাল।