STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Children

4  

Partha Pratim Guha Neogy

Children

হারিয়ে যাওয়া শৈশবস্মৃতি

হারিয়ে যাওয়া শৈশবস্মৃতি

1 min
319

একলা বসে হারিয়ে যাওয়া দিনগুলোকে খুঁজি

মধুর স্মৃতির সোনালি দিন, যা ছিল মোর রোজই।

কোথায় গেল সেই ডাংগুলি আর কানামাছি খেলা

মাঠের পরে গোল্লাছুটে কাটত যখন দুপুর বেলা।

কোথায় গেল খেলার আসর হইহুল্লোড়ে থাকা

ইস্কুলেতে পড়ার ফাঁকে নানান মজার ছবি আঁকা।

বিকেল হলে খেলার মাঠে ফুটবল খেলা হতো

শুয়ে রাতে ঠাকুমার মুখে গল্প শুনতাম কত।

বর্ষা এলে শাপলা–শালুক অনেক হতো তোলা

মনে পড়ে ভীষণ রকম ডিঙি নৌকার দোলা।

কদম ফুলের সুগন্ধ মাখতে চড়তাম উঁচু ডালে,

জল নিয়ে খেলে বেড়াতাম নদী নালা খালে।

কোথায় গেল লাটাই আর নীল আকাশের ঘুড়ি

ইচ্ছেডানায় পাখি হয়ে উড়ে যেতাম স্বপ্নপুরী।

পাখির বাসা ভাঙার ছলে গাছে হতো চড়া

দুরন্ত এই শৈশবস্মৃতি ভাবলে হই মনমরা।


Rate this content
Log in

Similar bengali poem from Children