STORYMIRROR

Israt Jahan Mishu

Romance Tragedy Children

5  

Israt Jahan Mishu

Romance Tragedy Children

সময়

সময়

1 min
457

থমকে দাঁড়ানো সময় নষ্ট সব মুহূর্তদের 

নীলিমা ছেয়ে গেছে মেঘেদের আনাগোনায়

সাদা তুলোর মতো উড়ে যায় না আর রূপকথার দেশে

হঠাৎ হঠাৎ শোনা যায় বিকট মেঘনাদ 

ভেসে আসে বিচ্ছেদের ঘন্টাধ্বনি

সন্ধ্যা লগ্ন যেমনি জনান দেয় দিবস সমাপ্তি 

রজনী শোনায় আগমনী গান

হাতছানি দেয় মোহনীয় মায়ায়

নক্ষত্রের রাতে একাকিত্বের উপভোগ 

শুভ কামনা জানায় যেন প্রকৃতির কণা

অবনী চলে যাচ্ছে সময়ের সমান্তরালে 

বয়ে যাওয়া একই সাথে হেঁটে যাওয়া একই পথে 

মিলে না কভু কারো পথ ধূসর গোলকে


Rate this content
Log in

Similar bengali poem from Romance