নীল খাম
নীল খাম
নীল খামে হলুদ একটা চিঠির অপেক্ষা ছিলো
ভিতরে থাকবে না বলা কথা,গোপন সব ব্যথা
হাতের স্পর্শ, গায়ের গন্ধ,দুই এক ফোঁটা অশ্রু
মরুর বুকে ফোটা মরিয়মের সাথে চেয়েছিলে শীতল ফোয়ারা
সম্মুখে ফোয়ারা ছিলো বুঝো নি,মরীচিকা ভেবেছো
উত্তপ্ত বালি বার বার ধোঁকা দিলো,
নির্বোধ, বোকার মতো তাই মেনে নিলে, প্রশ্ন করলে না কোনো
নক্ষত্র খচিত আকাশে জীবনের ধ্বংস দেখলে
চাইতে তো বেঁচে থাকার অনুপ্রেরণা
এক মায়াদেবীর জাদুতে অদৃশ্য বাস্তবতা
জগতের সব ধ্যান জ্ঞান মায়াদেবীর ঘোরে
অবুঝ কেন! সবই ছলনা
আসবে না নীল খামে হলুদ চিঠি,
শীতল ফোয়ারার জলে তৃষ্ণা মিটবে না এ জন্মে
পাবে না অনুপ্রেরণা আসবে কেবল একাকিত্ব যন্ত্রণা


