STORYMIRROR

Israt Jahan Mishu

Abstract Tragedy Others

3  

Israt Jahan Mishu

Abstract Tragedy Others

নির্বাক

নির্বাক

1 min
197

নির্বাক ছিলাম সেদিন

যেদিন চলে গেলে!

কণ্টকাকীর্ণ পথে একা ফেলে,

রক্তাক্ত পায়ে একা হাঁটছি

পায়ের ক্ষতটা ক্ষত নয়।

ক্ষতটা অতল গহ্বর করেছে

হৃৎপিন্ডের একান্ত গোপনে,

যে জায়গাটা তোমার ছিলো।

নির্বাক ছিলাম সেদিন!

রোদ মখমলে দিনে,

বললে, তোমার জন্য সহানুভূতি আসে

কখনও সেটা ভালোবাসা হবে না।

যেন বিন্দু থেকে পরিধির বিচ্ছেদ হলো

আমি নির্বাক ছিলাম সেদিন!

আমারই সামনে অন্য কারো,

চোখে তোমার প্রণয়ের খোঁজ দেখে

কি তোমার আকুলতা, উচ্ছ্বলতা,

আমি নির্বাক ছিলাম সেদিন!

একটু একটু অবহেলার করা

সাজানো অমূল্য স্বপ্ন গুলো,

গুড়িয়ে চূর্ণবিচূর্ণ করে যাওয়া।

হ্যাঁ আমি নির্বাক ছিলাম!

পাছে না ভুল বুঝো এই ভেবে,

তোমায় অবহেলা করি,উপেক্ষা করি।

অনুরাগ যে আমার কাছেই রয়ে গেলো,

তুমি তো নিলে না, কখনও নিবেও না।

আমি নির্বাক তবুও

নির্বাকই হোক তোমার প্রতি,

অনুরাগের বহিঃপ্রকাশ।

হ্যাঁ আমি নির্বাক ছিলাম!

নির্বাক হয়েই আজও আছি। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract