STORYMIRROR

Israt Jahan Mishu

Romance Inspirational

3  

Israt Jahan Mishu

Romance Inspirational

ব্যস্ততা

ব্যস্ততা

1 min
2

ব্যস্ততা 


খুব ব্যস্ত তুমি...  

জানি খুব ব্যস্ত

তবুও কেন মনে কোণে একরাশ 

অভিমান!

কেন চোখ ফেটে অশ্রুপাত, 

জানি তুমি ব্যস্ত 

বুঝতে পারি তোমার অপারগতা, 

নিজের অজান্তেই মন খারাপ, 

অনাবিল আনন্দ ছুঁতে পারে না,

বুঝাতে পারি না আমার নিদারুণ কষ্ট। 

ব্যস্ততা তোমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে, 

অভিযোগ, অনুযোগ, অভিমান বাড়ে,

বারংবার রক্তাক্ত অকারণ,

আঙুলের ভাজে খোঁজে পাওয়া, 

অকৃত্রিম এক বুক সুখ।

ব্যস্ত শহর ব্যস্ত তুমি,

একলা আকাশ মেঘে ঢেকে অন্ধকার, 

অপেক্ষারা বড্ড অবুঝ,

জানান দেয় সময় বয়ে যায়।


Rate this content
Log in

Similar bengali poem from Romance