অপচয়
অপচয়
ঝিরিঝিরি পবন বিস্তীর্ণ দিগন্ত,
সবুজ বনানী সমুদ্র কূল ছাড়িয়া,
দুলিয়া উঠিলো হৃদয়! কে ডাকিয়া যায়? কে যায় কণ্টক বিছানো প্রণয় পথে?
কে বা নয়নে নিবদ্ধ করিলো ,
কে যায় ডাকিয়া?
জিজ্ঞাসইবো কাকে কে দেবে উত্তর!
চন্দ্রপুকুর ডেকে যায় বারে বার,
চন্দ্রমুখ একবার জলে ফেলিবার,
নীলপদ্ম হস্তে বসন্তে বরিয়া লইবার,
কে ডাকিয়া যায় বারে বার!
হাঁটিতে নাহি চাই, পবন নাহি লাগাবো গায়,
আছি একাকী বেশ,
অস্তমিত বরির বেশ,
দিগন্ত রেখা পাড়ি দিবো একাকী,
নাহি চাই কাহারো সাথ।
কে ডাকিয়া যায় আবার,
নাহি যাবো সাথ ফিরিয়া যাও নিজ পথ ধরে নিজ কর্ম লয়ে।
ডাকিয়া বৃথা কেন করিছো কালের অপচয়!
