STORYMIRROR

Israt Jahan Mishu

Romance

4  

Israt Jahan Mishu

Romance

যদি বলি ভালোবাসি

যদি বলি ভালোবাসি

1 min
355

যদি বলি ভালোবাসি.. 

হঠাৎ ঠোঁটে চুমু আঁকি 

তোমার বুকে আঁচড়ে পড়ি

রাগ হবে কি তোমার? 

বলবে কি ছাড় তো .. 

এত ছেলেমানুষি কেন?

যদি বলি ভালোবাসি.. 

গভীর রাতে জড়িয়ে ধরি..

একটুকু আদর করি...

রাগবে না বলো..

হাত বাড়িয়ে কাছে নিয়ো আরও.. 

যদি বলি ভালোবাসি.. 

তোমার গায়ের গন্ধ মাখি..

যদি দিই আমার যত খামখেয়ালি...

 তোমার বুকে মুখ লুকিয়ে

লজ্জা ফোটে আমার মুখে. 

বলবে কি.. মুখটা তোলো..

দেখবো তোমায় দুচোখ ভরে..

যদি বলি ভালোবাসি

হঠাৎ ঠোঁটে চুমু আঁকি.....


Rate this content
Log in

Similar bengali poem from Romance