মৃত্যুর খোঁজ
মৃত্যুর খোঁজ
মৃত্যুর খোঁজ
মৃত্যুর খোঁজে চলেছি পাহাড় থেকে সিন্ধু তটে,
নিয়মের বেড়াজালে জড়িয়ে,
পেতে চেয়েছি তারে শিকল ভেঙে,
মুক্ত স্বাধীন উড়ন্ত পাখি হয়ে,
পাইনি তারে সিন্ধু, পর্বত, উপত্যকায়,
বুঝি নি সে যে বিরজমান আমার তরে।
মৃত্যুর খোঁজে নিখোঁজ হয়েছি আমি,
পেয়েছি যেন জীবনের মানে,
মৃত্যু তুমি মহাদামি।
মৃত্যু তুমি নির্মল সজীব চিরন্তন নির্ভীক,
মৃত্যু তুমি অনিশ্চিত জীবনের একমাত্র নিশ্চিত।
