আনুবিসের আবির্ভাব
আনুবিসের আবির্ভাব
আঁকাবাঁকা ছোট-ছোট নদী ভাষ্যমান তুলোর মতো,
সাঁতরে বেড়ায় দৃশ্যের চিত্রপটে|
শূন্যে তাদের বিস্ময়কর আবিষ্কার|
আমি খুঁজে পাই ক্ষুদার্ত আকাশের চিত্রপটে,
পাখিদের ছটফটে ছায়া|
একঝাঁক শরৎকাল মেখে থাকে ময়লা কালো মেঘের গন্ধ|
শন-শন শব্দ উড়ে এসে আমার জানলায়,
ঠান্ডা ভয় দেখায়|
নিশীথের আড়াল-আঁধারে জোনাকির আনাগোনা -
যেখানে বন্ধ হয়েছে পুরোনো শতাব্দীর গোড়ায়,
সেখানে তৈরী হয় লজ্জার মরণ-খেলা|
সেই কালো মায়াবী রহস্যের অন্তরালে,
রাতের প্রতীক সেজে জন্ম নেয় আনুবিস|

