তুমি বিভীষিকা
তুমি বিভীষিকা


ভুল ভেবেছিলাম তোমারে ;
নির্দয় আতঙ্ক তব বক্ষের পারে,
সীমাহীন আঘাতে করে দীর্ণ ;
কলেবরে তুমি নহ শীর্ণ ।
দেখেছি তোমারে দূর থেকে ;
বজ্রনাদে উঠেছিলে ডেকে,
হুহুঙ্কার বাণী তব শিহরিত করে;
কথামালা ফলে অক্ষরে,
সেই মুহুর্ত কালটুকু দেখি যে নীরবে;
কাকলি কূজন তান স্তব্ধ করি ভয়াল উৎসবে;
গর্জে যবে সিংহনাদে জীবনের দ্বারে,
গ্রাস করে অকাল মরণ তারে :
বিভীষিকা তুমি ;
মরণ চারণ ভূমি,
মারণের লেলিহান শিখা,
নিষ্ঠুর নির্দয় ললাটিকা ।
দাঁড়াইয়া সম্মুখে তব;
আপনারে ভাবিয়াছি মহানুভব ।
স্পর্ধার অন্তহীন সাহসে ভর করি',
বিস্ময়ে হতবাক সাগর লহরী।
আরম্ভ করিলে উৎপাত,
নেমে আসা ঘাত প্রতিঘাত ;
প্রতিহত করি ,
তুমি মৃত্যু ; আমি মৃত্যুঞ্জয়ী হরি ।