তোমাকে হারানোর ভয়
তোমাকে হারানোর ভয়
তোমাকে হারানোর ভয়
ওমর ফারুক
তোমাকে হারানোর ভয় ,
আমাকে সব সময় তাড়া করে বেড়ায় !
তোমার আমার মাঝে সহস্র ব্যবধান ,
বংশ পরিচয় অর্থ বিত্ত উচু নিচু
ভালো বাসা কি মানে কোন কিছু ?
তোমাকে হারানের ভয়ে আমি চিন্তিত ,
কে কখন এসে দরজা কড়া নাডে !
তোমার আমার দূরত্ব শত আলোক বর্ষ ,
তোমার আমার মনে নেই ঈর্ষা !
তোমাকে হারানোর ভয়ে আমি "সংকিত,
তোমার স্বজনদের ব্যবহারে স্তম্ভিত ।
তোমার সাথে আমার সম্পর্ক ,
কাঁটা আর ফুল সমপিক্ত !
তুমি আমি সমরে দন্ডায়মান ,
কিভাবে চালাবো অভিযান !
নেই কোন রণ যান নেই রণতরী ,
অনভিজ্ঞ রণাঙ্গনে -
কিভাবে বিজয় লাভ করি !
তুমি আমি এক পৃথিবীর দুই মেরু ,
তোমার সাথে আমার মিলে কোন কিছু ?
তোমাকে হারানোর ভয়ে আমি স্তম্ভিত ,
তোমার জন্য আমি কলঙ্কিত !