গুরু প্রণাম
গুরু প্রণাম
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
অস্তিত্ব , চৈতন্য আর প্রেম---
শ্রুতির দর্শন ধর্ম , সনাতন ধর্মে তুমি বিরাজিত
প্রাণের ঠাকুর !
জানি , আচার্যের নিকট প্রাপ্ত জ্ঞান
করুনার আলোকে আমাদের পথ দেখায় ;
তাইতো ,
তোমার পবিত্র মুরতিখানি স্মরি
আপনারে
সত্যের স্রোতে ধু'য়ে ,
যেন আমি সক্ষম হই আজ ,
এই গুরু পূর্ণিমায়
প্রতিষ্ঠা করিতে হৃদয়ের মাঝে ,
স্বপ্নবৎ প্রভাতের মতন ।
জানি আমি , স্বচ্ছ মন পবিত্র-জীবনই
মানবের যথার্থ স্বরূপ উচ্চতর পথে ।
হে পরম পুরুষ !
প্রেমেরই সেই পথ ধরে
জন্ম-জন্মান্তর
তোমার স্বর্গীয় হাসিটুকু
স্থান করে নেয় যেন হিয়াতে আমার ।
ঠিক সেই , অনুভূতি নিয়ে :
উদ্বেলিত হয়ে ওঠে যেন মানুষের মন
আজিকার
প্রভাতের স্বপ্নেতে যেমন ।
তুমি যে বল ,
ভোগ্য বস্তু দাস ; ত্যাগ ও সেবাই আদর্শ ;
লোভ , মায়া , মোহ সব দূর করে ঈশ্বর হ’তে ।
হে প্রভু !
তোমার মাধ্যমে , প্রবুদ্ধ শক্তিতে
এ বিশ্বাস জাগুক মনে ,
অমৃত আত্মাই সত্য ; অহংকার অসত্য ।
তোমার সত্যের আলোকে
প্রাপ্ত জ্ঞান হ'তে নম্রতা যেন
সকল
শৃংখল মুছিয়ে দিয়ে ;
পবিত্র জীবনের বোধে ছেয়ে থাকে প্রাণ
আজি হ'তে চিরক্ষণ ।