STORYMIRROR

Bula Biswas

Horror Tragedy

3  

Bula Biswas

Horror Tragedy

#আমি ভালো আছি

#আমি ভালো আছি

1 min
164


অবিন্যস্ত ভাবনাগুলো

যখন তোর চোখে মুখে লেপে থাকে,

শব্দরা মুক হয়ে, তাকায় তোর পানে।

ওরা ঝরে পড়ে তোর ঝুলি থেকে

একটা, দুটো, পাঁচটা, সাতটা;

তোর ওই শুকনো ছোট্ট আহত মুখে

হাসিগুলো যেন কিলবিল করে ওঠে,

খুশির হাওয়ায় যখন মজেছিস,

এক নিষ্ঠুর পিশাচের হাত 

ধেয়ে আসে তোর দিকে।

তোর সঙ্গীকে কেড়ে নেবার 

আপ্রাণ চেষ্টা।

বুকের কাছে মুঠোফোনটাকে

চেপে ধরে, চিৎকার করিস,

'না, দেব না। কিছুতেই নয়।

আমার ভালোবাসাকে 

গলা টিপে মারার 

কোনো অধিকার তোমার নেই।

অত্যাচারে জর্জরিত তুই,

মুখ গুঁজে কাঁদিস। 

গ্রুপে লিখে দিস,

'সব সরিয়ে নিয়েছি, সব।

ওকে কিচ্ছুটি জানতে দেব না।

আমার সৃষ্টিকে রক্তাক্ত হতে দেবোনা

কক্ষনো না, কোনোমতেই না।'

শীর্ণস্রোতা নদীর কাছে

চুপটি করে বসে থেকে থেকে,

অভিমানের বাষ্প আকাশে উড়িয়ে

ক্লান্ত, রিক্ত শরীরটাকে টানতে টানতে

ফিরে আসিস তোর খাঁচায়।

সেখানে চার জোড়া চোখ

তোকে খোঁজে, তোর আশাতেই বাঁচে।

কী নিদারুণ কষ্টে তুই বাঁচিস

অপলক দৃষ্টিতে ওদের কাছে টানিস।

নিঃশব্দে বুলি আওড়াতে থাকিস,

'আমি ভালো আছি, বৃথাই চিন্তা করিস।'

   

   



Rate this content
Log in

Similar bengali poem from Horror